ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে ৩ বন্ধুর মৃত্যু নারায়নগঞ্জে ছিনতাই হওয়া ২০ লাখ টাকার তেলের ট্রাক মির্জাপুর থানায় উদ্ধার নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত দৌলতপুরে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মির্জাপুরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও আত্মহত্যা মুক্ত এলাকা গড়তে গ্রাম পুলিশের সঙ্গে ওসির মতবিনিময় যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদী এনামুলের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে র‍্যালি কমলগঞ্জে গাছে গাছে দুলছে আম্র মুকুল বগুড়ায় ইজিবাইকের চাপায় দেড় বছরের শিশু নিহত: গুরুতর আহত ভাই লালমনিরহাটে নদী ভাঙ্গন রোধে গণশুনানি অনুষ্ঠিত কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে, নির্ধারিত সময়ে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) একটি টিম।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯২ লাখ টাকা) ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে জালিয়াতির আশ্রয় নিয়ে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন, যার মধ্যে এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা তিনি নিজের কাছে গ্রহণ করেছেন।

শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং গতবছর মে মাসে পুনর্নিয়োগ পান। তবে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। গত ৯ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে ৩ বন্ধুর মৃত্যু

Verified by MonsterInsights

দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে, নির্ধারিত সময়ে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) একটি টিম।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯২ লাখ টাকা) ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে জালিয়াতির আশ্রয় নিয়ে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন, যার মধ্যে এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা তিনি নিজের কাছে গ্রহণ করেছেন।

শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং গতবছর মে মাসে পুনর্নিয়োগ পান। তবে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। গত ৯ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।