সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যার ফলে শাহবাগ ও তার আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা গণঅভ্যুত্থানে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচার দাবিতে স্লোগান দেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
আন্দোলনকারীরা বলেন, “আমরা গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের কাছে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি।”
তারা আরও বলেন, “ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ব্যস্ততম মোড় অবরোধ করেছি। এটাই আমাদের শেষ অবলম্বন।” এ ঘটনায় এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।