ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ধানমন্ডি ৩২ নিয়ে জুলকারনাইনের পরামর্শ ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ বলেছেন হাসনাত আব্দুল্লাহ দুই মাস ছাত্র-জনতা রাজপথে থাকবে: নাহিদ ইসলাম সারজিস আলম আহত ধানমন্ডি-৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর শেষ বলে ম্যাচ জিতে ফাইনালে চিটাগং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বোয়ালখালী উপজেলার বালিকা দলকে (ইউএনও) হিমাদ্রি খীসার অভিনন্দন মুরাদনগরে সম্পত্তি বিরোধে আপন ভাতিজিকে টেঁটাবিদ্ধ করে হত্যার চেষ্টা ছাত্র-জনতার উদ্দেশ্যে নুরের বার্তা পাংশায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে ‘বিপ্লবের শহীদ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন কালুরঘাট সেতুতে টোল আদায় শুরু

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এই সুপারিশ করেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

কমিশন জানায়, দেশকে ৪টি প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। এছাড়া, ঢাকা এবং নারায়ণগঞ্জ অঞ্চলকে নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন এবং পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

এর আগে, ৫ ফেব্রুয়ারি দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠন হওয়ার পর, রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন এবং সংবিধান সংস্কারের কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়া, বাকি দুই সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) জমা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ
Verified by MonsterInsights

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

আপডেট সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এই সুপারিশ করেন।

এ প্রসঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

কমিশন জানায়, দেশকে ৪টি প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। এছাড়া, ঢাকা এবং নারায়ণগঞ্জ অঞ্চলকে নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন এবং পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

এর আগে, ৫ ফেব্রুয়ারি দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠন হওয়ার পর, রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন এবং সংবিধান সংস্কারের কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়া, বাকি দুই সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) জমা দিয়েছে।