নাটোরে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করায় আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে মুদি দোকান থেকে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুর রহমান। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদী হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। দীর্ঘ ৯ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
আনিছুর রহমান আরও বলেন, আসামি আব্দুর রহমানের বয়স বর্তমানে ২৫ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর। সে বিবেচনায় রায় হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
নাটোরে শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
- নাটোর প্রতিনিধি
- আপডেট সময় ০১:৪৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ৬১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ