নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু’র উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালপুর বাজারে উপজেলা বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এই কর্মসূচীতে লালপুরের সকল শ্রেণির পেশার হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
জানা যায়, পাপ্পু লালপুরের কলেজ মোড়ে চা খাওয়া অবস্থায় কিশোর গ্যাংয়ের একটা গ্রুপ দেশীয় অস্ত্রসহ তাঁর উপর আচমকা হামলা করে। সন্ত্রাসীদের আতর্কিত হামলার সময় সাধারণ জনতার ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মী, পুলিশ এবং সেনাবাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ত্রাসীদের না পেয়ে পাপ্পুকে নিরাপদ জায়গায় নিয়ে যায়।
পরবর্তীতে দলীয় কার্যালয়ে তৎক্ষণাৎ আলোচনা করে বিক্ষোভ মিছিলের কর্মসুচি ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার বিকালে নেতাকর্মীরা লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমহিনী চত্বরে সমবেত হয়।
সমাবেশে ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, লালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু, এ্যাড: ফিরোজ হোসেন, আনোয়ারুল ইসলাম, আশিকুর রহমান মুক্তি, রফিকুল ইসলাম, আবদুল বারী, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, বাপ্পী, রায়হান কবির সুইট, আবু রায়হান, হাবিবুল বাশার সুমন প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যূবদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং লালপুরে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লালপুর থেকে মাদক নির্মুল, মাদকসেবী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য আহ্বান করেন।