ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল বিআরডিবিকে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই: সরদার কেরামত আলী আওয়ামী নেতা আমির হোসেন আমুর পোষ্য পুত্র ও বিতর্কিত ঠিকাদার ইফতির মালিক মিরাজের সহচর প্রকৌশলী রুহুল আমিনকে বরিশাল প্রকল্পের পিডি নিয়োগ দেবহাটা প্রেস ক্লাবে লাইব্রেরিসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন যশোরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের নানা পদক্ষেপ মির্জাপুরে বংশী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি লুট, লাখ টাকা জরিমানা ডিমলায় মামলাবাজ আ. লীগ নেতা শাহ আলম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন বগুড়ায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত সংকীর্ণতাকে ভুলে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে: খালেদা জিয়া নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫' উদযাপন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে।” এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নাগরিক সেবায় গতিশীলতা আনয়নে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আমাদের নিজেদের চিন্তা-চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরী। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পর বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়া উচিৎ বলে মনে করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ।।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ. কে. এম. তারিকুল আলম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল

Verified by MonsterInsights

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে।” এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নাগরিক সেবায় গতিশীলতা আনয়নে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আমাদের নিজেদের চিন্তা-চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরী। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পর বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়া উচিৎ বলে মনে করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ।।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ. কে. এম. তারিকুল আলম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।