রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা দলটির নেতৃত্বে রয়েছেন তরুণ নেতারা।
দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন নুসরাত তাবাসসুম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, আর ১নং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আরিফ সোহেল। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “গণভবন ও সংসদে কে যাবে, তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ। এটি বাংলাদেশ ঠিক করবে, অন্য কোনো দেশ নয়।” তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, সংসদে কারা বসবে, তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের জনগণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এই দল গঠনের পেছনে যারা সংগ্রাম করেছেন, তাদের আত্মত্যাগ আমরা স্বীকার করছি। ভবিষ্যতে আমরা তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করব।” তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক কমিটি ইতোমধ্যে চার শতাধিক থানায় কমিটি গঠন করেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে এ দল জনগণের স্বার্থে কাজ করবে।”
নতুন দলের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে, সেটির মূল ভিত্তি হবে জনগণের কল্যাণ।”