বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এফাজ উদ্দিন (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এফাজ উদ্দিন উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত আহাম্মেদ প্রামানিকের ছেলে। এফাজের নামে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলাকালে এফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই ফুট একটি দেশিয় ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়। আওয়ামী লীগ নেতা এফাজ উদ্দিনের নামে সারিয়াকান্দি ও সোনাতলা থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, ১০ মামলার মধ্যে এফাজ উদ্দিন এক মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।