সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম তাকে গ্রেফতার করে।’
সিয়াম হাসান সাম্প্রতিক ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনাতেও এজাহারনামীয় আসামি বলে জানান পুলিশের এই কর্মকার্তা। তার নামে আরও মামলা রয়েছে। সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
বার্নিকাটের গাড়িবহরে হামলায় অভিযুক্ত সিয়াম গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ