ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্র সংস্কার: ৬ কমিশনের ৫টির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ এইউবির অধ্যাপক থেকে সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য; সংবর্ধনা পেলেন ড. আসিফ মিজান অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিল জেলা প্রশাসন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ শ্রীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করে পালিয়েছে নরসুন্দর গাজীপুরে আজও ৮ পোশাক কারখানা বন্ধ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন নাগরিক নিহত বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য জানানো যাবে ই-মেইলের মাধ্যমে
সংবাদ শিরোনামঃ
তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু অপহরণের জন্যই ঢাকায় আসে চক্রটি, দাবি করে ১০ লাখ টাকা চালু না হতেই বন্ধ ঠাকুরগাঁও চিনিকলের আখমাড়াই

কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন।

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন।

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পিটিআই এর সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি জানিয়ে অংশ নেয় শিক্ষকরা।

এ সময় সহকারী শিক্ষকরা বলেন, প্রাথমিকের শিক্ষকরা সকল ক্ষেত্রে অবহেলিত। শিক্ষা ক্ষেত্রে ভিত্তি স্থাপনে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা। অথচ নূন্যতম বেতনে চাকরি করতে হচ্ছে তাদের। যথাযথ মর্যাদায় প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। প্রাথমিক স্তরে মেধাবীদের আনতে হলে ১০ম গ্রেড বাস্তবায়ন করা জরুরী। যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি না মেনে নেওয়া হবে, ততোদিন আন্দোলন চলবে।

আয়োজিত মানববন্ধনে ১০ম গ্রেড দাবি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন, নিকলী উপজেলার হাবশ্বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুমুর রহমান, পাকুন্দিয়া উপজেলার মিরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা সুলতানা, উত্তর গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন, অষ্ট্রগ্রাম উপজেলার ইকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. মাসুমুর রহমান বলেন, ‘আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে দেখেন যারা জাতির মেরুদণ্ড তৈরি করে তাদের মেরুদন্ডই যদি ভাঙা থাকে তাহলে কীভাবে জাতি গড়বে? এই মর্যাদা নিয়ে শিক্ষকরা কেমন করে জাতি গড়বে? যেখানে টিফিনের খরচ দেওয়া হয় ছয় টাকা সেখানে আমাদের জীবিকা নির্বাহ কীভাবে করবো? আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।’

জেলার পাকুন্দিয়ার মিরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাসলিমা সুলতানা বলেন, ‘শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। শিক্ষার আলোর মশাল নিয়ে আমরা শিক্ষকরা যারা প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি অথচ আজ আমরাই বৈষম্যের শিকার। শিক্ষার ভিত্তি প্রস্তর তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই।’

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে উন্নিত করে ১২তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ০১:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন।

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পিটিআই এর সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি জানিয়ে অংশ নেয় শিক্ষকরা।

এ সময় সহকারী শিক্ষকরা বলেন, প্রাথমিকের শিক্ষকরা সকল ক্ষেত্রে অবহেলিত। শিক্ষা ক্ষেত্রে ভিত্তি স্থাপনে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা। অথচ নূন্যতম বেতনে চাকরি করতে হচ্ছে তাদের। যথাযথ মর্যাদায় প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। প্রাথমিক স্তরে মেধাবীদের আনতে হলে ১০ম গ্রেড বাস্তবায়ন করা জরুরী। যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি না মেনে নেওয়া হবে, ততোদিন আন্দোলন চলবে।

আয়োজিত মানববন্ধনে ১০ম গ্রেড দাবি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন, নিকলী উপজেলার হাবশ্বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুমুর রহমান, পাকুন্দিয়া উপজেলার মিরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা সুলতানা, উত্তর গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন, অষ্ট্রগ্রাম উপজেলার ইকুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. মাসুমুর রহমান বলেন, ‘আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে দেখেন যারা জাতির মেরুদণ্ড তৈরি করে তাদের মেরুদন্ডই যদি ভাঙা থাকে তাহলে কীভাবে জাতি গড়বে? এই মর্যাদা নিয়ে শিক্ষকরা কেমন করে জাতি গড়বে? যেখানে টিফিনের খরচ দেওয়া হয় ছয় টাকা সেখানে আমাদের জীবিকা নির্বাহ কীভাবে করবো? আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।’

জেলার পাকুন্দিয়ার মিরারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাসলিমা সুলতানা বলেন, ‘শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। শিক্ষার আলোর মশাল নিয়ে আমরা শিক্ষকরা যারা প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি অথচ আজ আমরাই বৈষম্যের শিকার। শিক্ষার ভিত্তি প্রস্তর তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই।’

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে উন্নিত করে ১২তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিলেন।