মৌলভীবাজার-৪ আসনের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ সহ ৪৬ জনের বিরোধে দু’টি মামলা
মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক কৃষিমন্ত্রী মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে প্রধান আসামী করে দু’টি মামলা দায়ের হয়েছে। একটি মামলায় ২৬ জন ও অপরটিতে ২১ জন আসামীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলা দু’টির বাদী শ্রীমঙ্গল কালিঘাট রোডের মো. আব্দুল জব্বার ও শাহদাত হোসেন নামের দুই ব্যক্তি।
মো. আব্দুল জব্বারের মামলার এজাহারে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীকে সমর্থন করে ৫ আগষ্ট সারা দেশে ছাত্রলীগ যুবলীগের গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ছাত্র জনতা শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে মিছিলে পরিকল্পিতভাবে উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদের নির্দেশে আগ্নেয়াস্ত্র বন্দুক, পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, অবৈধ বিষ্ফোরক ককটেল দিয়ে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাত্র জনতার মিছিলে আক্রমন করে ১৫/২০ জনকে গুরুতর আহত করে।
এ সময় বন্দুক ও পিস্তরের গুলিতে মুসলিমবাগের মো. রাব্বি হোসেনের সারা শরীর গুলিবিদ্ধ হয়, দু’টি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। পিস্তলের গুলিতে ছিড়ে যায় তার কন্ঠ নালী। বন্দুকের গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে কালিঘাট রোডের সাদত হোসেন আকাশ ও মোঃ নাসির মিয়া মারাত্নক আহত হয়।
শাহদাত হোসেনের মামলার এজাহারে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালীন সময় উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নির্দেশে মিছিলে হামলায় ৫ জন মারাত্নকভাবে আহত হয়। পরে এর জের ধরে সন্ধ্যায় ৮ টায় তাহার বাড়িতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে ভাংচুর ও লুটপাট চালায়।