ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম (৪৫) বাবা অসুস্থ শুনে পাঁচদিনের ছুটি নিয়ে যাচ্ছিলেন বাড়িতে। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ খবর শুনে মারা গেছেন অসুস্থ বাবাও।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচদিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ছেলের মৃত্যুর খবর শুনে মারা যান বাবা নজরুল ইসলামও।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।