বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসি’র সচিবের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন৷
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্র জানায়, চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন। তবে দু’জন সদস্য পদত্যাগ করেননি। তাদের সাথে যোগাযোগ করাও যাচ্ছে না। তাদের ফোন বন্ধ।
এর আগে, গত শনিবার পিএসসি সংস্কার করার জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সে সময় তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।
এই মাত্র পাওয়াঃ
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের পদত্যাগ
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৬:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- ৫৪১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ