ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ধানমন্ডি ৩২ নিয়ে জুলকারনাইনের পরামর্শ ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ বলেছেন হাসনাত আব্দুল্লাহ দুই মাস ছাত্র-জনতা রাজপথে থাকবে: নাহিদ ইসলাম সারজিস আলম আহত ধানমন্ডি-৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর শেষ বলে ম্যাচ জিতে ফাইনালে চিটাগং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বোয়ালখালী উপজেলার বালিকা দলকে (ইউএনও) হিমাদ্রি খীসার অভিনন্দন মুরাদনগরে সম্পত্তি বিরোধে আপন ভাতিজিকে টেঁটাবিদ্ধ করে হত্যার চেষ্টা ছাত্র-জনতার উদ্দেশ্যে নুরের বার্তা পাংশায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে ‘বিপ্লবের শহীদ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন কালুরঘাট সেতুতে টোল আদায় শুরু

মামলা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে, গণহারে গ্রেপ্তার করা যাবে না: আইজিপি বাহারুল আলম

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৫৩৪ বার পড়া হয়েছে

নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নিরীহ মানুষকে হয়রানি করা এবং গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, “পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।”

তিনি আরও বলেন, “নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটি পুলিশ বাহিনীর কাজ নয়। যদি কেউ আসামি হয়ে থাকেন, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হবে না। পুলিশের আচরণ জনগণের সঙ্গে বিনয়ী হতে হবে।”

মহাপরিদর্শক আরও জানান, গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়, তবে এসব সদস্যদের চিহ্নিত করা হবে এবং যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “গণহত্যায় জড়িত না এমন অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে” – উল্লেখ করে তিনি জানান।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, ‘‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে, পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে, এমন বিশ্বাস আমার।’’

তিনি আরও বলেন, ‘‘দেশের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ বাহিনী জনগণের প্রতি আরও দায়িত্বশীল হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।”

আইজিপির এই বক্তব্য গণমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে পুলিশ বাহিনীর সংস্কার এবং জনগণের সঙ্গে সম্পর্কের উন্নতির গুরুত্ব উঠে এসেছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, পুলিশ বাহিনীর আরও দক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ
Verified by MonsterInsights

মামলা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে, গণহারে গ্রেপ্তার করা যাবে না: আইজিপি বাহারুল আলম

আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নিরীহ মানুষকে হয়রানি করা এবং গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, “পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না।”

তিনি আরও বলেন, “নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটি পুলিশ বাহিনীর কাজ নয়। যদি কেউ আসামি হয়ে থাকেন, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হবে না। পুলিশের আচরণ জনগণের সঙ্গে বিনয়ী হতে হবে।”

মহাপরিদর্শক আরও জানান, গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়, তবে এসব সদস্যদের চিহ্নিত করা হবে এবং যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। “গণহত্যায় জড়িত না এমন অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে” – উল্লেখ করে তিনি জানান।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, ‘‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে, পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে, এমন বিশ্বাস আমার।’’

তিনি আরও বলেন, ‘‘দেশের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ বাহিনী জনগণের প্রতি আরও দায়িত্বশীল হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।”

আইজিপির এই বক্তব্য গণমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে পুলিশ বাহিনীর সংস্কার এবং জনগণের সঙ্গে সম্পর্কের উন্নতির গুরুত্ব উঠে এসেছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, পুলিশ বাহিনীর আরও দক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।