পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদেরদের হাত থেকে কিশোরগঞ্জ শহরকে মুক্ত করার নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গুরুদয়াল সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের পিতা।