ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
নাগরপুরে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের মতবিনিময় সভা নাগরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত ১০ থেকে ১২ দিনের মধ্যে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর সংস্কার হবে: গণপূর্ত সচিব জাতীয় নির্বাচনে কোনোভাবেই ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন: সিইসি ভারতে বিচারকদের প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত বাতিল পাবনায় সরকারি প্রকৌশলীকে কুপিয়ে হত্যাচেষ্টা, জমি দখল ও হামলার অভিযোগে মামলা সচিবের ছেলে পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার সাকিব, মাশরাফির পরিণতি দেখে রাজনীতিতে আসতে চান না আফ্রিদি ওলমোর রেজিস্ট্রেশন বাতিল, বড় ধাক্কার মুখে বার্সা! কমলগঞ্জে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার কম্বল বরাদ্দ

ছবি: সংগৃহীত

শীতার্ত মানুষদের সাহায্য করার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ করা হয়েছে। একই সাথে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শীতার্তদের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মৌসুমে শীতার্ত এবং দুস্থ মানুষের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া, আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভায় কম্বল বিতরণ ও কেনার জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ করা এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে আর্থিক বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যেই কম্বল কিনে শীতার্তদের মাঝে বিতরণ করেছেন।

কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের মতবিনিময় সভা

শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার কম্বল বরাদ্দ

আপডেট সময় ০৩:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

শীতার্ত মানুষদের সাহায্য করার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ করা হয়েছে। একই সাথে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শীতার্তদের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মৌসুমে শীতার্ত এবং দুস্থ মানুষের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া, আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভায় কম্বল বিতরণ ও কেনার জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ করা এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে আর্থিক বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যেই কম্বল কিনে শীতার্তদের মাঝে বিতরণ করেছেন।

কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।