মুক্তির পর থেকেই দারুণ সাফল্য পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। প্রথম দিন থেকেই বক্স অফিসে বিপুল আলোড়ন তৈরি করেছে সিনেমাটি। বিশ্বের বিভিন্ন ভাষায় এই সিনেমা দারুণ ব্যবসা করছে। তবে সফলতার পাশাপাশি সিনেমাটি ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে।
চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন যে, “পুষ্পা ২: দ্য রুল” উত্তর ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে কিছুক্ষণ পর তিনি দাবি করেন যে, একটি সমস্যা হয়েছিল, কিন্তু তা সমাধান হয়ে গেছে এবং সিনেমাটি প্রেক্ষাগৃহে একে একে প্রদর্শিত হচ্ছে।
সিনেমাটি হিন্দি ভাষায় রেকর্ড ব্যবসা করছে এবং মুক্তির পর থেকে ৬০০ কোটি রুপি আয় করেছে। এর পাশাপাশি, সারাবিশ্বে ‘পুষ্পা-২: দ্য রুল’ এখন পর্যন্ত ১৫০৮ কোটি রুপি ব্যবসা করেছে, যা এক কথায় এক বৃহৎ অর্জন। মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল এবং সিনেমাটি তাদের প্রত্যাশা পূরণ করেছে।
এদিকে, ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির সময় করোনার মহামারির মধ্যে যখন প্রেক্ষাগৃহে লোক সমাগম ছিল না, তখন এটি সিনেমাপ্রেমীদের পুনরায় সিনেমা হলে ফিরিয়ে আনে। এবারও ‘পুষ্পা-২: দ্য রুল’ মুক্তির পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং মানুষ প্রেক্ষাগৃহে ভিড় করছে।
এছাড়াও, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমার প্রদর্শন চলাকালীন সময়ে উপচেপড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। এই ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়, এবং তাকে গ্রেফতারও করা হয়। তবে তেলেঙ্গানা হাইকোর্ট সেই দিনই আল্লুকে অন্তর্বর্তী জামিন দেয়।
‘পুষ্পা-২: দ্য রুল’ এর সাফল্য এবং বিতর্ক উভয়ই চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।