ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সেই শ্মশানের পিলার ভাঙার ঘটনায় মতবিনিময় সভা, হিন্দুদের সন্তুষ্টি প্রকাশ মৌলভীবাজারে ভারত থেকে পুশইন হয়ে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর খুব দ্রুত সময়ের মধ্যে মীরগঞ্জ-মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে: নৌপরিবহন উপদেষ্টা লক্ষ্মীপুরে পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনের শরীরে আগুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই তুহিনের জামিন মঞ্জুর বগুড়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা স্ত্রীকে মারপিট নিষেধ করায় বড় ভাইকে হাতুড়িপেটায় হত্যা; ছোট ভাই আটক মির্জাপুর উপজেলা মাদক নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদক্ষেপ নেওয়া হবে; বললেন নতুন ওসি রাশেদুল ইসলাম বাবুগঞ্জে অস্থায়ী নদীর বাঁধ নির্মাণের স্থান পরিবর্তনের প্রতিবাদে নদীরপাড়ে ১ কিলোমিটার জুড়ে মানববন্ধন ভালুকায় ছুরিকাঘাতে একজন খুন বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মাত্র ২০০ টাকার জন্য বাজিতপুরে বন্ধুর হাতে বন্ধু খুন: এলাকাজুড়ে শোক ও উত্তেজনা

রাজধানীতে ঈদ নিরাপত্তায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহান আল্লাহর রহমতে রাজধানীতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘সবাই ছুটি উপভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।’

রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে, ধীরে ধীরে ঈদযাত্রার চিত্র বদলাতে শুরু করেছে। গত কয়েকদিন যাত্রী সংকট দেখা গেলেও, শনিবার গাবতলী বাস টার্মিনালে তুলনামূলকভাবে ভিড় বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় থাকলেও, আগের বছরের মতো উপচেপড়া ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে, টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেই শ্মশানের পিলার ভাঙার ঘটনায় মতবিনিময় সভা, হিন্দুদের সন্তুষ্টি প্রকাশ

Verified by MonsterInsights

রাজধানীতে ঈদ নিরাপত্তায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহান আল্লাহর রহমতে রাজধানীতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘সবাই ছুটি উপভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।’

রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে, ধীরে ধীরে ঈদযাত্রার চিত্র বদলাতে শুরু করেছে। গত কয়েকদিন যাত্রী সংকট দেখা গেলেও, শনিবার গাবতলী বাস টার্মিনালে তুলনামূলকভাবে ভিড় বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় থাকলেও, আগের বছরের মতো উপচেপড়া ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে, টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।