ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার লালপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ নারীসহ আহত ১০, আশঙ্কাজনক ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার বগুড়ায় করতোয়া নদীর ধারে মুখ ঝলসানো অর্ধগলিত লাশ পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩জন আহত বগুড়ায় ‘লাশ উত্তোলনের নামে’ প্রতারণা, তিন ভাই গ্রেপ্তার সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন পাংশায় বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা কাবিখা প্রকল্পে কাগজে কলমে উন্নয়ন, মাঠে দুর্নীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজধানীতে ঈদ নিরাপত্তায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহান আল্লাহর রহমতে রাজধানীতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘সবাই ছুটি উপভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।’

রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে, ধীরে ধীরে ঈদযাত্রার চিত্র বদলাতে শুরু করেছে। গত কয়েকদিন যাত্রী সংকট দেখা গেলেও, শনিবার গাবতলী বাস টার্মিনালে তুলনামূলকভাবে ভিড় বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় থাকলেও, আগের বছরের মতো উপচেপড়া ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে, টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার

Verified by MonsterInsights

রাজধানীতে ঈদ নিরাপত্তায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহান আল্লাহর রহমতে রাজধানীতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘সবাই ছুটি উপভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।’

রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে, ধীরে ধীরে ঈদযাত্রার চিত্র বদলাতে শুরু করেছে। গত কয়েকদিন যাত্রী সংকট দেখা গেলেও, শনিবার গাবতলী বাস টার্মিনালে তুলনামূলকভাবে ভিড় বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় থাকলেও, আগের বছরের মতো উপচেপড়া ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে, টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।