বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ড. ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সহ বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, শেখ হাসিনা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর তার ফিরিয়ে আনার বিষয়ে কোনো তৎপরতা নেই।
তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু সরকার ‘রাজনৈতিক সরকার নয়’ হওয়ায় তারা এমন কিছু করবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার হাসিনাকে ফেরত চাইবে বলে ড. ইউনূস জানান।
এছাড়া, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে ড. ইউনূস বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন।
ড. ইউনূসের সরকার এখনও নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করেনি এবং আগামী দিনে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।