ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষা উপদেষ্টা ডলারের দাম নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা বাণিজ্য মেলায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ রাতে নয়, ভোট হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা দক্ষিণ কোরিয়ায় বিমানে ওঠা নিয়ে আতঙ্ক, বহু ফ্লাইটের টিকিট বাতিল ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি নির্বাচিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শুরু জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেওয়া যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের হুংকারের জবাবে প্রতিহুংকার দিতে প্রস্তুত বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫ লাখ ডলার

ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭৭২ কোটি টাকা। (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর ও অক্টোবরের তুলনায় ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। নভেম্বর মাসে দেশে ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবর মাসে ২১৬ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

ডিসেম্বরের প্রথম ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আর ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

সর্বোচ্চ প্রবাসী আয় পাওয়া ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক শীর্ষে রয়েছে, যার মাধ্যমে ৩৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯৫ লাখ ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ২ লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল মাত্র ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স ছিল। তবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া, ২০২০ সালের জুলাইতে সর্বশেষ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হয়েছে, ওই মাসে প্রবাসীরা ২৫৯ কোটি ৮২ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫ লাখ ডলার

আপডেট সময় ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭৭২ কোটি টাকা। (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর ও অক্টোবরের তুলনায় ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। নভেম্বর মাসে দেশে ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবর মাসে ২১৬ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

ডিসেম্বরের প্রথম ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আর ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

সর্বোচ্চ প্রবাসী আয় পাওয়া ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক শীর্ষে রয়েছে, যার মাধ্যমে ৩৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯৫ লাখ ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ২ লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল মাত্র ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স ছিল। তবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া, ২০২০ সালের জুলাইতে সর্বশেষ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হয়েছে, ওই মাসে প্রবাসীরা ২৫৯ কোটি ৮২ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।