জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘দশকের মডেল’ খেতাবে সম্মানিত হয়েছেন। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে যাত্রা শুরু করেন তিনি, তারপর একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল শিরোপা লাভের মাধ্যমে তার ক্যারিয়ার উজ্জ্বল হয়।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র অঙ্গনেও পা রাখেন এবং সেসময়ই শিরোনামহীন ব্যান্ডের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা যায়। ২০১৫ সালে তিনি বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেন, এর মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’ এবং ‘দ্য স্টোরি অব সামারা’।
তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করে বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে মিডিয়ায় তার উপস্থিতি রয়েছে। পিয়া নতুন প্রজন্মের জন্য পরামর্শ দিয়ে বলেন, “গ্ল্যামার বেশিদিন থাকবে না, তাই পড়াশোনা ও নৈতিকতা গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারই সব কিছু নয়, পরিবারও খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “ক্যারিয়ার এবং পরিবার সামলে কাজ করা সম্ভব, যদি আপনি কঠোর পরিশ্রম করেন।”
বর্তমানে পিয়া মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এবং মাঝে মাঝে বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাকে। তার জীবনের বহুমুখী ভূমিকা এবং কঠোর পরিশ্রমের দৃষ্টান্ত নতুন প্রজন্মকে প্রেরণা দিচ্ছে।