অভিনয়ের বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি যুক্ত আছেন রাজনীতিতে।
আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে ছিলেন মাঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হতে চেয়েছিলেন এই চিত্রনায়িকা। নৌকার মনোনয়ন না পেলেও নির্বাচনে হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামীপন্থী শিল্পীরা। অনেকেই আছেন আত্মগোপনে।
ইতোমধ্যে কয়েকজন শিল্পীর বিরুদ্ধেও মামলাও হয়েছে। সেই আতঙ্কে আছেন মাহিয়া মাহিও। শোবিজপাড়ায় এখন এমন কথাই রটেছে। তবে বিষয়টি নিয়ে মাহির বক্তব্য এমন- ‘আমি কেনো ভয়ে থাকব? আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, যার কারণে আমাকে কোনো প্রশ্নের মখোমুখি হতে হবে না। আমি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি।