লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনাঘাঁটিতে সফরকালে তিনি এ ঘোষণা দেন।
নেতানিয়াহু বলেন, “আমরা বৈরুতসহ লেবাননের সর্বত্র হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাব।”
গত রবিবার ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা চালালে চার ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও ৬০ জন আহত হন বলে জানা গেছে।
হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা ইসরায়েলের আক্রমণের জবাবে একটি ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ গঠন করেছে। এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত হন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ লেবাননের জন্য বিপর্যয়কর হয়ে উঠছে। ইসরায়েল এ মাসের শুরুর দিকে লেবাননে স্থল অভিযানও চালায়, যা এই সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১,৩১৫ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এই সংঘাত দ্রুত থামানোর আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।
এই মাত্র পাওয়াঃ
লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চালানোর হবে: নেতানিয়াহু
- আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় ০২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- ২১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ