আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালবাসা দিবসটি বাংলাদেশসহ সারা বিশ্বে নানা আয়োজনে পালিত হচ্ছে। বিশেষ এই দিনটি শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই তাদের প্রিয় মানুষটিকে নিয়ে নিজেদের মতো করে কাটিয়ে থাকেন এবং দেন ভালোবেসে উপহার।
বিশেষ এই দিনটিতে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি তার হবু প্রিয় মানুষটিকে একটি মূল্যবান উপহার দিয়েছেন। সামিরা সম্প্রতি কালবেলার সাপ্তাহিক সেলেব্রেটি শো ‘তারাবেলায়’ অতিথি হয়ে আসেন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে কি উপহার দিয়েছেন।
উত্তরে তিনি জানান, “আমার প্রিয় মানুষ গিফট পছন্দ করেন না, তাই তার জন্য সেভাবে কোন উপহার কেনা হয় না। একবার আমি তাকে ভালোবাসা দিবসে অ্যাপেল ওয়াচ উপহার দিয়েছিলাম। এই আর কি।”
বর্তমানে সামিরা খান মাহি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে বেশ ব্যস্ত রয়েছেন। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তার বেশ কয়েকটি নাটক বিভিন্ন ইউটিউবে প্রচারিত হয়েছে এবং তিনি ভবিষ্যতে আরও অনেক নতুন কাজ নিয়ে আসবেন বলে জানিয়েছেন।