ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০০ লিটার (ওয়াশ) ও ১০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শিপন ঋষি, পিতা- লেপল ঋষি, রতন ঋষি, পিতা-লেপল ঋষি, অপু ঋষি, পিতা- মৃত মহানন্দ ঋষি প্রঃ বাচ্চু ঋষি, বাপন ঋষি, পিতা- সুভাশ ঋষি। তাদের সবার বাড়ি নবীনগর পৌরসভার ভোলাচং ঋষিপাড়ায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপান সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভাস্থ ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয়েছে।