কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী “কৃষক GAP সার্টিফিকেশন” বিষয়ক কৃষক/কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আনোয়ারুল ইসলাম জুয়েল, কুমিল্লা জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান, কুমিল্লা জেলা বীজ প্রত্যায় অফিসার এহতেসাম রাসেল হায়দার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খান পাপ্পু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশাররফ হোসেন প্রমূখ।