ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক দাকোপে ইঁদুর দমন অভিযানে আলোচনা সভা বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেল, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায় নতুন আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল ৮ টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির শেখ হাসিনার নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলো শহীদদের নামে করার দাবি করলেন জয়নুল আবদীন ফারুক
সংবাদ শিরোনামঃ
মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে

রক্ত দেখে ভয় পেয়ে গেছি: গোবিন্দ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

নিজের ভুলেই রিভলভার থেকে আচমকা গুলি বের হয়ে গুলিবিদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। পরে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। অনেক রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে রাখা হয় অভিনেতাকে।

মঙ্গলবার ভোরবেলা পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। তাকে মুম্বাইয়ের আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করে তার পা থেকে গুলি বের করা হয়েছিল। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

বাড়ি ফেরার পর গুলিকাণ্ড নিয়ে সেদিন ভোরে কী হয়েছিল এ ব্যাপারে বিস্তারিত জানালেন বলিউড তারকা গোবিন্দ।

পায়ে গুলি লাগা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কী হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কী হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতায় এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি।

আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’

গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রার্থনার জোরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ

রক্ত দেখে ভয় পেয়ে গেছি: গোবিন্দ

আপডেট সময় ০৬:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

নিজের ভুলেই রিভলভার থেকে আচমকা গুলি বের হয়ে গুলিবিদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। পরে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। অনেক রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে রাখা হয় অভিনেতাকে।

মঙ্গলবার ভোরবেলা পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। তাকে মুম্বাইয়ের আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করে তার পা থেকে গুলি বের করা হয়েছিল। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

বাড়ি ফেরার পর গুলিকাণ্ড নিয়ে সেদিন ভোরে কী হয়েছিল এ ব্যাপারে বিস্তারিত জানালেন বলিউড তারকা গোবিন্দ।

পায়ে গুলি লাগা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কী হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কী হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতায় এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি।

আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’

গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রার্থনার জোরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’