সারাদেশের মতো সুনামগঞ্জে ও শীতের তীব্রতা বাড়তে শুরু করায় এনজিও সংস্থা আশার উদ্যেগে জেলার অসহায়, হতদরিদ্র দিনমুজুর ও কেটে খাওয়া ৪ শতাধিক মানুষের শীত নিবারনের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় আশার সুনামগঞ্জ অঞ্চলের কর্মকর্তাদের উদ্যেগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জির সভাপতিত্বে ডিসি অফিসের পিএ পিন্ট কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশার ডিস্টিক ম্যাসেজার নজরুল ইসলাম, সিনিয়র রিজিওন্যাল ম্যানেজার দীপক চন্দ্র সরকার,সাপোর্টি ইজ্ঞিনিয়ার আরাফাত আহমেদ নাঈম, ব্রাঞ্চ ম্যানেজার মো. মনজুরুল হাসান, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আই টিভির প্রতিনিধি মো. আবু হানিফ ও বিজয় টিভির প্রতিনিধি মো. আলাাউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার দোলন চন্দ্র দেব, সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পাপলু চৌধুরী ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন, শীত জেকেঁ বসার শুরুতেই হাওরের অসহায় ও দরিদ্র মানুষজনের শীত নিবারণের জন্য এনজিও সংস্থা আশার এমন মানবিক উদ্যোগকে স্বাগতম জানান।
তিনি বলেন, এই হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশী থাকায় এই শীতবস্ত্রগুলো এই উপজেলায় বিতরণের আহবান জানান। আগামীতে শীতের তীব্রতা আরো বাড়বে তাই জেলার বিভিন্ন উপজেলায় সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।