দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ক্যারিয়ারের এক দারুণ সময় পার করছেন। গেলো বছর তার দুইটি ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ ও ‘পুষ্পা টু’ মুক্তি পায়, যা তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় যোগ করেছে।
বর্তমানে রাশমিকা ব্যস্ত রয়েছেন সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’ এর কাজ নিয়ে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন তিনি।
তবে শুটিং শেষ না হতেই রাশমিকার আরেকটি নতুন সিনেমার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমায় সালমান খানের সঙ্গে আবারও দেখা যাবে রাশমিকাকে। ‘জাওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি কুমার এই সিনেমা পরিচালনা করবেন, যদিও এখন পর্যন্ত সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘সিকান্দার’ সিনেমার সেটে সালমান ও রাশমিকার রসায়ন দেখে ইতোমধ্যে নির্মাতা অ্যাটলি মনে করেন, তাদের এই জুটির দারুণ কেমিস্ট্রি ব্যবহার করতে হবে। শুটিং শুরুর পর রাশমিকা সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
তিনি জানান, সালমান খান শুটিংয়ের সময় তার খেয়াল রাখতেন এবং অসুস্থ হলে তাকে পুষ্টিকর খাবার ও গরম পানি দেওয়ার জন্য বলেন। রাশমিকা সালমানকে মাটির মানুষ বলেও অভিহিত করেছেন।
এছাড়া, ‘পুষ্পা টু’ সিনেমায় রাশমিকার অভিনয় সালমান ও অ্যাটলিকে মুগ্ধ করেছে, যার ফলে তারা তাকে এই সিনেমায় সালমান খানের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রাশমিকা ইতোমধ্যে সিনেমার জন্য চুক্তি সই করেছেন।
তবে এ বিষয়ে নির্মাতা অ্যাটলি বা সালমান খান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। সিনেমাটি নির্মিত হবে রজনীকান্ত এবং কমল হাসানের মতো বর্ষীয়ান অভিনেতাদের উপস্থিতিতে। চলতি বছরেই সিনেমাটির শুটিং শুরু হবে।
এদিকে, ‘সিকান্দার’ এর শুটিংয়ের সময় পায়ে ব্যথা পেয়েছেন রাশমিকা, তবে তিনি এ সময়েও তার নতুন সিনেমা ‘ছাভা’ এর প্রচারে অংশ নিচ্ছেন। লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাভা’ সিনেমায় শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল এবং রাশমিকা অভিনয় করছেন রানী যশুবাইয়ের চরিত্রে। এটি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।