ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিৎ: ড. ইউনূস মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন ৬৫ পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট নাগরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত ফিলিস্তিনে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ লালমনিরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের অবৈধ কাজ বন্ধ ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা নতুন বছরে নতুন বই না পেয়ে হতাশ ময়মনসিংহের লাখ লাখ শিক্ষার্থী শ্রীমঙ্গলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বিপিএলের টিকিট না পেয়ে তুলকালাম

তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। নিজেই এ খবরের সত্যতা স্বীকার করেছেন শান্ত। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়, আমি এখনো বিসিবি সভাপতির জবাবের অপেক্ষায় আছি।’

গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলের নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধিনায়কত্ব করার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারায় তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। ফলে শান্ত নিজেই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার।

বিসিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলকে নেতৃত্বে দিতে পারবে না সে।’

এদিকে, বিসিবির আরেক কর্মকর্তা জানিয়েছেন, যদি শান্ত তার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে টেস্টের অধিনায়ক করা হবে এবং তাওহিদ হৃদয়কে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে। শান্তর অধীনে বাংলাদেশ ৯ টেস্ট এবং ৯ ওয়ানডেতে তিনটি করে জয় পেয়েছে। টি-টোয়েন্টিতে তার অধীনে ২৪ ম্যাচে ১০টিতে জয় লাভ করেছে বাংলাদেশ।

শান্তর এই সিদ্ধান্তে বিসিবির এক শীর্ষ পরিচালক পরিবর্তন আনার চেষ্টা করছেন, তবে শান্ত তার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানা গেছে। তার অধীন বাংলাদেশের বেশ কিছু উল্লেখযোগ্য জয় থাকলেও সাম্প্রতিক ফর্মের কারণে এ সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ছেন শান্ত

আপডেট সময় ০৪:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। নিজেই এ খবরের সত্যতা স্বীকার করেছেন শান্ত। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়, আমি এখনো বিসিবি সভাপতির জবাবের অপেক্ষায় আছি।’

গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলের নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধিনায়কত্ব করার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারায় তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। ফলে শান্ত নিজেই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার।

বিসিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলকে নেতৃত্বে দিতে পারবে না সে।’

এদিকে, বিসিবির আরেক কর্মকর্তা জানিয়েছেন, যদি শান্ত তার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে টেস্টের অধিনায়ক করা হবে এবং তাওহিদ হৃদয়কে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে। শান্তর অধীনে বাংলাদেশ ৯ টেস্ট এবং ৯ ওয়ানডেতে তিনটি করে জয় পেয়েছে। টি-টোয়েন্টিতে তার অধীনে ২৪ ম্যাচে ১০টিতে জয় লাভ করেছে বাংলাদেশ।

শান্তর এই সিদ্ধান্তে বিসিবির এক শীর্ষ পরিচালক পরিবর্তন আনার চেষ্টা করছেন, তবে শান্ত তার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানা গেছে। তার অধীন বাংলাদেশের বেশ কিছু উল্লেখযোগ্য জয় থাকলেও সাম্প্রতিক ফর্মের কারণে এ সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন তিনি।