জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
আজ সারাদিন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজারে থাকবেন। সফরের অংশ হিসেবে তারা উখিয়া রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র ঘুরে দেখবেন। সন্ধ্যায় উখিয়ায় এক লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। এরপর তারা একসঙ্গে ঢাকায় ফিরবেন।
শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে গিয়ে সংস্থাটির কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে হোটেলে ফিরে তিনি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন এবং পরে সুশীল সমাজের প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব রমজানে সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা তার সফরের গুরুত্বপূর্ণ অংশ।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের জন্য বাজেট সংকোচনের বিষয়টি বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরবে। এ ছাড়া রাখাইন সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাত বছরের ব্যবধানে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর।