জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা নেওয়ার জন্য ভুয়া কাগজপত্র ও ফটোশপ করা ছবি জমা দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের নয়ন সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একইভাবে ফারহানা ইসলাম ও মহিউদ্দিন নামে আরও দু’জন প্রতারণার চেষ্টা করেন।
বুধবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নয়ন সিকদার দাবি করেন, তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন। কিন্তু তিনি যে ছবি জমা দেন, সেটি ফটোশপ করা ছিল, যা সহজেই ধরা পড়ে। পরে নয়ন স্বীকার করেন, তিনি গাজীপুরের একটি দোকানে কাজ করেন এবং বিশ্বাসযোগ্যতা আনতে ভুয়া কাগজপত্র ও ছবি ব্যবহার করেছিলেন। লিখিত বক্তব্য রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া ফারহানা ইসলাম ও মহিউদ্দিন রোববার (১০ মার্চ) ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে আহত হওয়ার দাবি করেন। কিন্তু তারা যে এক্স-রে রিপোর্ট জমা দেন, তা হুবহু এক হওয়ায় প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তারা স্বীকার করেন, তারা আসলে আহত হননি। চিকিৎসা সংক্রান্ত ভুয়া নথি তৈরি করে দিয়েছিলেন ফারহানার স্বামী নাজিরুল বাশার, যিনি কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এমন প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে। অনেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বা অন্য দুর্ঘটনায় পড়ে দাবি করছেন, তারা গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন।