ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি আবারও ভাঙা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া দুই ব্যক্তি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন।
এদিন সকাল ১১টার দিকে এক পুরুষ এবং এক নারী ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন, যা উত্তেজিত ছাত্র-জনতার কাছে ভালোভাবে গৃহীত হয়নি। পুরুষটি প্রথমে স্লোগান দিলে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে এবং মারধরও করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কিছু উপস্থিত জনতা তাকে মানববর্ম তৈরি করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। এরপর এক নারী ‘জয় বাংলা’ স্লোগান দিলে, পুনরায় বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফেসবুকে ঘোষণা করা ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি অনুসারে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। রাত ১০টার দিকে বাড়িটির সামনে আগুন দেওয়া হয় এবং রাত সোয়া ১১টার দিকে এক্সকেভেটর নিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
এদিকে, ৫ ফেব্রুয়ারি রাতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের বিষয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ছাত্র-জনতা এই কর্মসূচি ঘোষণা করে এবং ভাঙচুরের কাজ শুরু হয়।
এ ঘটনাটি পুরো এলাকা ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।