নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যকালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আল মাসুদ চৌধুরী এবং সহ-সভাপতি পদে এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২২১ জন ভোটারের মধ্যে ২১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে অধিকাংশ পদেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে।
সভাপতি পদে এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম পান ৮৩ ভোট। সহ-সভাপতি পদে এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আশরাফুল লতিফ কিবরিয়া (বুলবুল) পান ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মো. কামরুজ্জামান শাসন পান ৬৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. হাসনেন ইমাম সোহেল ১৩০ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট বাবু সন্তোষ কুমার বিশ্বাস পান ৭৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা সজীব ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মো. সেলিম শাহ পেয়েছেন ৯১ ভোট। কোষাধ্যক্ষ পদে এ্যাডভোকেট মো. আসাদুজ্জামান খান (রিনো) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মো. ফারুক হোসেন সরকার পান ১০৫ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আনিসুর রহমান আজাদ ১০৬ ভোট পান, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আলপনা রায় রেখা পান ৮৪ ভোট। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে এ্যাডভোকেট মো. হুজুর আলী ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট হৃদয় চন্দ্র শর্মা পান ৮২ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মো. শাহিনুর ইসলাম (১৫৩ ভোট), এ্যাডভোকেট মো. আরমানুজ্জামান সরকার (১৩৭ ভোট), এ্যাডভোকেট বাবু সুজয় চন্দ্র রায় (১২৬ ভোট), এ্যাডভোকেট মো. আবু সুফিয়ান (১৩১ ভোট), এ্যাডভোকেট মো. আফতাবুজ্জামান (বিপ্লব) (১৩৫ ভোট), এ্যাডভোকেট মো. মোজাহিদ ইসলাম শাহ্ (১৫৫ ভোট), এ্যাডভোকেট মো. জুলফিকার আলী (ভুট্টু) (১৪৯ ভোট), এ্যাডভোকেট মো. শাখাওয়াত সিরাজ (বাবু) (১৮১ ভোট), এ্যাডভোকেট মো. খালেকুজ্জামান (স্নিগ্ধ) (১৫২ ভোট) ও এ্যাডভোকেট এ.বি.এম জিকরুল হক (বরকত) (১৮০ ভোট) পেয়ে বিজয়ী হন।
ভোট গণনা শেষে রাত ১০:৩০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী।