যশোরের কেশবপুরে বন্যার পানিতে গ্রাম্য রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে মরদেহ নিয়ে যেতে হয়েছে কবরস্থানে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) বুধবার রাতে এশার নামাজ পড়ার পর অসুস্থ হয়ে মারা যান। মধ্যকুল গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে ওই ব্যক্তির মরদেহ বাড়ি থেকে নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়।
কবরস্থানটিও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, এশার নামাজের পর তার স্বামী কালেমা পড়তে পড়তে অসুস্থ অনুভব করে মারা যান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, বন্যার পানিতে মধ্যকুল গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির মরদেহ নৌকায় করে তাদের পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
পানিতে গ্রাম তলিয়ে যাওয়ায় নৌকায় নেওয়া হলো মরদেহ
- কেশবপুর প্রতিনিধি
- আপডেট সময় ০৭:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ