ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জেলা ও উপজেলা প্রতিনিধি নিবে দৈনিক বাংলাদেশ সময় প্রাথমিকের ৬ হাজার ৫৩১ জন শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ সড়কে ছিনতাই প্রতিরোধে ‘হালকা অস্ত্র’ পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মনির হায়দার সকালে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধানমন্ডি ৩২ এসে ‘জয় বাংলা’ স্লোগান ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বরাবরের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা আজকে ঢাকার আবহাওয়া

কুড়িগ্রামে ৭ দিন পর দেখা মিলেছে সূর্যের

কুড়িগ্রামে মাঘের ঘন কুয়াশা সরিয়ে ৭দিন পর দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা স্বস্তি মিলেছে কুড়িগ্রামের মানুষের জনজীবনে। গত সাতদিন ধরে উত্তরাঞ্চলের এই তীব্র কুয়াশা বেড়েছে, আর সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ মাঠ, নদীর পাড় ও গ্রামের পথঘাট।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সূর্যের প্রথম আলোর সঙ্গে প্রকৃতিতে এক অনন্য সৌন্দর্যের আবির্ভাব হয়। কুয়াশা ভেদ করে প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য, শিশুরা শীতের পোশাকে জড়িয়ে স্কুলমুখী, সব মিলিয়ে গ্রামীণ জীবনে এক অন্যরকম গতির সঞ্চার হয়।

কুড়িগ্রাম সদরে কৃষক শাহ আলম জানান, বর্তমানে ধানের চারা লাগানোর সময়, কিন্তু গত সাতদিন ধরে যে শীত পড়েছে সে কারণে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়, আজ সূর্যের দেখা মিলেছে কিছুটা হলেও কাজে স্বস্তি পাচ্ছি।

কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “প্রতিদিন সকালবেলা ঘন কুয়াশায় সবকিছু ঢাকা পড়ে যায়। তবে সাতদিন পর আজ সূর্যের আলো দেখতে পেয়ে মনে হচ্ছে প্রকৃতিও হাসছে। চারপাশ পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠেছে।”

কুড়িগ্রাম সদরের ভ্যানচালক সাইদুল ইসলাম জানান, গত সাতদিন ধরে ঠান্ডার কারণে তেমন কোনো আয় ইনকাম হয়নি, আজকে একটু রোদ পড়েছে, সূর্যের দেখা মিলেছে। আজকে মোটামুটি আয় ইনকাম করতে পারবো।

এদিকে, কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, শীতার্ত মানুষের জন্য ৪৯ লক্ষ টাকা এবং ১২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় এই সহায়তা অপ্রতুল। ফলে ছিন্নমূল মানুষের কষ্ট দীর্ঘায়িত হচ্ছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা জনজীবনে কিছুটা প্রভাব ফেললেও প্রকৃতির এই শীতল রূপ উপভোগ করছেন প্রকৃতি প্রেমীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ
Verified by MonsterInsights

কুড়িগ্রামে ৭ দিন পর দেখা মিলেছে সূর্যের

আপডেট সময় ০৯:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

কুড়িগ্রামে মাঘের ঘন কুয়াশা সরিয়ে ৭দিন পর দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা স্বস্তি মিলেছে কুড়িগ্রামের মানুষের জনজীবনে। গত সাতদিন ধরে উত্তরাঞ্চলের এই তীব্র কুয়াশা বেড়েছে, আর সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ মাঠ, নদীর পাড় ও গ্রামের পথঘাট।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সূর্যের প্রথম আলোর সঙ্গে প্রকৃতিতে এক অনন্য সৌন্দর্যের আবির্ভাব হয়। কুয়াশা ভেদ করে প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য, শিশুরা শীতের পোশাকে জড়িয়ে স্কুলমুখী, সব মিলিয়ে গ্রামীণ জীবনে এক অন্যরকম গতির সঞ্চার হয়।

কুড়িগ্রাম সদরে কৃষক শাহ আলম জানান, বর্তমানে ধানের চারা লাগানোর সময়, কিন্তু গত সাতদিন ধরে যে শীত পড়েছে সে কারণে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়, আজ সূর্যের দেখা মিলেছে কিছুটা হলেও কাজে স্বস্তি পাচ্ছি।

কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “প্রতিদিন সকালবেলা ঘন কুয়াশায় সবকিছু ঢাকা পড়ে যায়। তবে সাতদিন পর আজ সূর্যের আলো দেখতে পেয়ে মনে হচ্ছে প্রকৃতিও হাসছে। চারপাশ পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠেছে।”

কুড়িগ্রাম সদরের ভ্যানচালক সাইদুল ইসলাম জানান, গত সাতদিন ধরে ঠান্ডার কারণে তেমন কোনো আয় ইনকাম হয়নি, আজকে একটু রোদ পড়েছে, সূর্যের দেখা মিলেছে। আজকে মোটামুটি আয় ইনকাম করতে পারবো।

এদিকে, কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, শীতার্ত মানুষের জন্য ৪৯ লক্ষ টাকা এবং ১২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় এই সহায়তা অপ্রতুল। ফলে ছিন্নমূল মানুষের কষ্ট দীর্ঘায়িত হচ্ছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা জনজীবনে কিছুটা প্রভাব ফেললেও প্রকৃতির এই শীতল রূপ উপভোগ করছেন প্রকৃতি প্রেমীরা।