বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ ড. সানজীদা খাতুন আর নেই। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ।
১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া সানজীদা খাতুন ছিলেন একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক। তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক এবং মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন।
সংগীত ও সংস্কৃতিচর্চার পাশাপাশি তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলন চলাকালে সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘মিনু আপা’ নামে। এছাড়া সাংগঠনিক কাজেও ছিলেন অগ্রগামী। তিনি ছিলেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ছায়ানট বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্য গড়ে তোলে।
দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো— একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত) এবং ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মাননা।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।