পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রুপা খাতুন (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন থেকে আনুমানিক ৪০০ মিটার পূর্বে এ ঘটনা ঘটে।
তিন সন্তানের জননী নিহত রুপা খাতুন ভাঙ্গুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন রেলপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে যান রুপা খাতুন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।
কোনো অভিযোগ না থাকায় রেল পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।