গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। তবে বিভিন্ন কারণে আজও ৮টি কারখানা বন্ধ রয়েছে। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্প-অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
তবে সকালে জিরানী বাজার এলাকায় আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা তাদের কারখানায় ভাঙচুরের প্রতিবাদে আধা ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্পাঞ্চলের-২ পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, গাজীপুরের দুই হাজারের বেশি পোশাক কারখানার মধ্যে ৮টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ৪টি কারখানা শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক বন্ধ রাখা হয়েছে। অপর ৪টি কারখানায় অভ্যন্তরীণ সমস্যার কারণে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ।
এই মাত্র পাওয়াঃ
গাজীপুরে আজও ৮ পোশাক কারখানা বন্ধ
- গাজীপুর প্রতিনিধি
- আপডেট সময় ০৩:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- ৫৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ