বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হওয়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার কাজ আজ (০৬ ফেব্রুয়ারি) সকালে আবারও শুরু হয়েছে। এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে এই ভাঙচুর চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা যায়, রাতভর চলা ভাঙচুরের কার্যক্রম কিছু সময়ের বিরতির পর আবার শুরু হয়েছে। শত শত মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। গত রাতে ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং রাত ১১টার দিকে বাড়ির সামনে ক্রেন নেওয়া হয়। ক্রেন দিয়ে ভাঙার কাজ শুরু হলেও পরে এক্সকেভেটর ব্যবহার করা হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, তারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভাঙচুর করছে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছিলেন, যদি শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেন, তবে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
এক বিক্ষুব্ধ ছাত্র জানান, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”
অন্য একজন বলেন, “আমরা স্বৈরাচারের প্রতীক ধ্বংস করছি। এই বাসভবন থেকে বাকশাল গঠনের ঘোষণা এসেছিল এবং আমরা বার্তা দিতে চাই, ভবিষ্যতে যারা ফ্যাসিবাদী হয়ে উঠবে, তাদের পরিণতি একই হবে।”