বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, যা শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাবে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজ (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল দাবি জানাবে, যাতে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয় এবং তাদের প্রশাসনিক সহযোগীদেরও শাস্তি দেওয়া হয়।