ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ফিলিস্তিনে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ লালমনিরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের অবৈধ কাজ বন্ধ ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা নতুন বছরে নতুন বই না পেয়ে হতাশ ময়মনসিংহের লাখ লাখ শিক্ষার্থী শ্রীমঙ্গলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বিপিএলের টিকিট না পেয়ে তুলকালাম রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষা উপদেষ্টা ডলারের দাম নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা বাণিজ্য মেলায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ
ইউএনও ইমরানের বদলি ঠেকাতে

শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সড়কে আন্দোলনে নামানোর অভিযোগ 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানের বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৯ ডিসেম্বর) ছাত্র-জনতার ব্যানারে এ আয়োজন করা হয়। তবে যেসব শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে তাদের বেশিরভাগই জানতো না আন্দোলনের উদ্দেশ্য। এনিয়ে উপজেলাব্যাপী এখন সমালোচনার ঝড় বইছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিয়ম অনুযায়ী বদলি হবে, এটাকে স্বাভাবিক মনে করে উপজেলাবাসী। কিন্তু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাস্তায় আন্দোলনে নিয়ে আসাকে সুবিধাবাদীদের ‘অবৈধ সুবিধা’ হাসিলের ‘ধান্ধা’ হিসেবে মনে করছে তারা।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক চিঠির মাধ্যমে জানা যায় ইউএনও ইমরানকে বান্দরবান সদর উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের থানা সংলগ্ন ট্রাফিক মোড় (শহীদ ওসমান চত্বর) সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন রায়পুরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে সরকারি মার্চেন্টস একাডেমি, বালিকা, এলএম বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের দুই ঘণ্টা পর দুপুর ২টার সময় ট্রাফিক মোড়ে সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।

এদিকে অবরোধ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের কয়েকজনকে নেতৃত্ব দিতে দেখা যায়।

আন্দোলনরতদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন, তারা বলেন, ইউএনও ইমরান খানকে তার দায়িত্বে পুনর্বহালের দাবিতে আমরা সড়কে নেমেছি, এটি যৌক্তিক দাবি। তারা লক্ষ্মীপুর জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বিষয়টিকে দেখছেন অন্যভাবে। প্রতিনিধি আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, সাধারণ ছাত্র-জনতার ব্যানারে কে বা কারা অবরোধের আয়োজন করেছে, তা জানা নেই।

তবে এসব নিয়ে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, কয়েকজন সমন্বয়ক পরিচয়ে এসে আমাদের শিক্ষার্থীদের নিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা বদলি হবে এটি স্বাভাবিক। আমাদের শিক্ষার্থীরা না জেনে গেছে। আমরা সামনে আরো সর্তক হবো।

একই জবাব দিয়ে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিশ্বায়লয়ের প্রধান শিক্ষক জয়দেব বলেন, এটি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। কয়েকজন এসে আমাকে বললো একটি মানববন্ধন হবে, সেখানে মার্চেন্টস ও এলএম স্কুলের শিক্ষার্থীরা আসবে। আমাদের একজন ছাত্রী দেন। আমাদের প্রতিষ্ঠান থানার সামনে হওয়া মাঝে মধ্যে মানবিক কারণে আমরা বিভিন্ন মানববন্ধনে শিক্ষার্থীদের পাঠাই। কিন্তু বদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে এটি আমার জানা ছিল না এবং আমাদের শিক্ষার্থীরাও প্রথমে জানে না। পরে যখন জানতে পারি আমাদের শিক্ষক পাঠিয়ে ছাত্রীদের নিয়ে আশি।

স্থানীয় গণমাধ্যমকর্মী আকিব বলেন, গতকাল আন্দোলন চলাকালীন সময়ে  স্কুলের শিক্ষার্থীদের বক্তব্য নিতে গেলে আমাকে কয়েকজন বাঁধা এবং আমাকে তাদের বক্তব্য নিতে বারণ করে। কিন্তু যখন বক্তব্য নিতে যাই তখনই আমাকে তারা হেনস্তা ও মারার হুমকিও দেয়। আমি থানা একটি জিডিও করেছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, গতকালই খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কর্মসূচি কারা করেছে তাও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকালে ইউএনও ইমরানকে অপসারণ চেয়ে ও বিকালে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন করা হয়। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে ওইদিন দু’টি কর্মসূচি পালন করা হয়েছে। ওইদিন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইউএনও ইমরানের বদলি ঠেকাতে

শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সড়কে আন্দোলনে নামানোর অভিযোগ 

আপডেট সময় ০৬:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানের বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৯ ডিসেম্বর) ছাত্র-জনতার ব্যানারে এ আয়োজন করা হয়। তবে যেসব শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে তাদের বেশিরভাগই জানতো না আন্দোলনের উদ্দেশ্য। এনিয়ে উপজেলাব্যাপী এখন সমালোচনার ঝড় বইছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিয়ম অনুযায়ী বদলি হবে, এটাকে স্বাভাবিক মনে করে উপজেলাবাসী। কিন্তু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাস্তায় আন্দোলনে নিয়ে আসাকে সুবিধাবাদীদের ‘অবৈধ সুবিধা’ হাসিলের ‘ধান্ধা’ হিসেবে মনে করছে তারা।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক চিঠির মাধ্যমে জানা যায় ইউএনও ইমরানকে বান্দরবান সদর উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের থানা সংলগ্ন ট্রাফিক মোড় (শহীদ ওসমান চত্বর) সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন রায়পুরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে সরকারি মার্চেন্টস একাডেমি, বালিকা, এলএম বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের দুই ঘণ্টা পর দুপুর ২টার সময় ট্রাফিক মোড়ে সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।

এদিকে অবরোধ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের কয়েকজনকে নেতৃত্ব দিতে দেখা যায়।

আন্দোলনরতদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন, তারা বলেন, ইউএনও ইমরান খানকে তার দায়িত্বে পুনর্বহালের দাবিতে আমরা সড়কে নেমেছি, এটি যৌক্তিক দাবি। তারা লক্ষ্মীপুর জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বিষয়টিকে দেখছেন অন্যভাবে। প্রতিনিধি আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, সাধারণ ছাত্র-জনতার ব্যানারে কে বা কারা অবরোধের আয়োজন করেছে, তা জানা নেই।

তবে এসব নিয়ে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, কয়েকজন সমন্বয়ক পরিচয়ে এসে আমাদের শিক্ষার্থীদের নিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা বদলি হবে এটি স্বাভাবিক। আমাদের শিক্ষার্থীরা না জেনে গেছে। আমরা সামনে আরো সর্তক হবো।

একই জবাব দিয়ে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিশ্বায়লয়ের প্রধান শিক্ষক জয়দেব বলেন, এটি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। কয়েকজন এসে আমাকে বললো একটি মানববন্ধন হবে, সেখানে মার্চেন্টস ও এলএম স্কুলের শিক্ষার্থীরা আসবে। আমাদের একজন ছাত্রী দেন। আমাদের প্রতিষ্ঠান থানার সামনে হওয়া মাঝে মধ্যে মানবিক কারণে আমরা বিভিন্ন মানববন্ধনে শিক্ষার্থীদের পাঠাই। কিন্তু বদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে এটি আমার জানা ছিল না এবং আমাদের শিক্ষার্থীরাও প্রথমে জানে না। পরে যখন জানতে পারি আমাদের শিক্ষক পাঠিয়ে ছাত্রীদের নিয়ে আশি।

স্থানীয় গণমাধ্যমকর্মী আকিব বলেন, গতকাল আন্দোলন চলাকালীন সময়ে  স্কুলের শিক্ষার্থীদের বক্তব্য নিতে গেলে আমাকে কয়েকজন বাঁধা এবং আমাকে তাদের বক্তব্য নিতে বারণ করে। কিন্তু যখন বক্তব্য নিতে যাই তখনই আমাকে তারা হেনস্তা ও মারার হুমকিও দেয়। আমি থানা একটি জিডিও করেছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, গতকালই খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কর্মসূচি কারা করেছে তাও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকালে ইউএনও ইমরানকে অপসারণ চেয়ে ও বিকালে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন করা হয়। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে ওইদিন দু’টি কর্মসূচি পালন করা হয়েছে। ওইদিন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।