পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছেন। তাদের দাবি, চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হোক। সমাবেশটি ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন এবং শাহবাগ মোড় সড়কটি অবরোধ করে রাখেন। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সকালে ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিন, সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার। তিনি বলেন, “আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, তবে দাবি আদায় করা সম্ভব হবে না। আমরা রাজপথে থাকব, দাবি আদায় না হওয়া পর্যন্ত থামব না।”
এছাড়া, ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, “প্রশাসনকে চাপ দিয়ে কিছু লাভ হবে না, আমাদের দাবি পূরণ করতে দ্রুত পদক্ষেপ নিন। আমাদের দাবি আদায় না হলে আমরা আরো ঐক্যবদ্ধ হব এবং আন্দোলন চালিয়ে যাব।”
এদিনের আন্দোলনের পূর্বে, ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে ট্রেইনি চিকিৎসকরা সরকারের কাছে ভাতা বৃদ্ধি করার দাবি জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন। কিন্তু, ২২ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন না আসায় তারা আন্দোলন শুরু করেন। পরে সরকার তাদের ভাতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকায় উন্নীত করলেও, ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তাদের মূল দাবি ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানান।