ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে গঠিত সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিল ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের পরিবারের হাত থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান দখলমুক্ত করতে মানববন্ধন করেছে ছাত্রজনতা।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী, যুবনেতা শেখ হাবিবুর রহমান নোমান, মো. আতাউর রহমান, মতিন মিয়া, ছাত্রনেতা জুয়েল আহমেদ জুলি, তাহমুদুল হক রাফাত, সুজেদ আলী, লাউয়ছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড মো. আব্দুল আহাদ, ট্যুর গাইড অজানা আহমেদ কামরান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভোট চোর সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার ছোট দুই ভাই মোসাদ্দেক আহমেদ মানিক ও ইমতিয়াজ আহমেদ বুলবুলকে সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে অবাধে লুটপাট করেছে। রাজস্ব আয়ের টাকার কোন হিসেব নেই। আগামী এক সপ্তাহের মধ্যেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গঠিত এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিতে হবে। এই সময়ের মধ্যে দুর্নীতির মাধ্যমে গঠিত সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙে না দিলে এবং গড়ে তোলা হবে।’