যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হালিম সুমনকে কারাগারে রাখার আবেদন করলে, আদালত সুনির্দিষ্ট যুক্তি শুনে এ সিদ্ধান্ত নেয়। সুমনের আইনজীবী জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে কারাগারে পাঠানোর দাবি জানায়।
গত ২২ অক্টোবর হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার মামলায় সুমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৯ জুলাই আন্দোলনের সময় হৃদয় গুলিবিদ্ধ হন এবং ২৩ সেপ্টেম্বর তিনি নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ব্যারিস্টার সুমন এ মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের আগে, ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে জানান, তিনি নিরাপত্তাজনিত কারণে নিজের অবস্থান গোপন রেখেছেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে থাকার বিষয়ে মন্তব্য করেন। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।