কুষ্টিয়ার কুমারখালীতে একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে দু’টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার চাপড়া ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদি ও নাতি, তাদের কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মধ্যরাতে ওই ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে পাশাপাশি দুইটি কবর খুঁড়ে দাদি ও নাতির দু’টি কঙ্কাল চুরি করে নিয়ে যাই দুর্বৃত্তরা। ফজরের নামাজ শেষে মায়ের কবর যিয়ারত করতে আসেন রহিসুল শেখ এসে দেখেন তার মা ও ভাতিজার কবর খুঁড়ে কঙ্কাল দু’টি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক জনতা ভিড় করতে থাকে কবরস্থানে।
রিজভী বলেন, ফজরের নামাজ শেষে বাবা দাদির করব জিয়ারত করতে আসলে দেখে দাদি ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া কবর থেকে কেবা কারা দু’টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান ও ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী হয়ে বছর দুয়েক আগে তারা মারা যান। আমরা থানায় লিখিত অভিযোগ দিব।
স্বজন ও স্থানীয়রা জানান, লোক মুখে শুনে কবরস্থানে এসে জানতে পারি পাশাপাশি দাদি ও নাতীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা এই অঞ্চলে আগে কখনো হয়নি। এমন ঘটনায় আরো চুরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান, কবরস্থান থেকে দু’টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।