দীর্ঘ ২৮ বছর পর জেলায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো। পার্শ্ববর্তী জেলায় ৩ জন নিহত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে।
এই ক্ষুদে বার্তায় ৬ জেলার মধ্যে মাগুরা জেলার নাম থাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলছেন মাগুরা জেলায় গণবাহিনীর তেমন কোনো তৎপরতা না থাকলেও প্রশাসন নিষ্ক্রিয় থাকলে অদূর ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠবে নিষিদ্ধ এই সংগঠনগুলো।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ উপজেলা রামচন্দ্রপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক নেতাসহ দুই সহযোগীকে গুলি করে হত্যা করায় জেলাব্যাপী চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এ হত্যার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বার্তা পাঠিয়েছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী।
চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, “ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুন্ডু নিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনী সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।”
নতুন বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে বলেন, ২৯ বছর আগে নিষিদ্ধ এই সমস্ত সংগঠনগুলির তৎপরতা আমরা দেখেছি। অনেককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি ব্যবসায়ীদের আটকে রেখে মুক্তিপণ নেওয়া হয়েছে। প্রশাসন তৎপর না হলে এর ভয়াবহতা অনেক দূর পর্যন্ত যাবে।
ঝিনাইদহ সীমান্তবর্তী আলমখালী বাজারের ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, আমরা বেশি চিন্তিত কারণ, ঝিনাইদহ এবং মাগুরা জেলা পাশাপাশি। এই বাজারে আমরা ব্যবসা-বাণিজ্য করি। এভাবে চলতে থাকলে এমন হতে পারে সন্ধ্যার আগেই দোকানপাট বন্ধ করে আমাদের বাড়ি উঠে যেতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মিরাজুল ইসলাম বাংলাদেশ সময়কে বলেন, গণবাহিনীর দেওয়া ক্ষুদে বার্তায় মাগুরা জেলার নাম থাকায় আমরা অতিরিক্ত সতর্ক অবস্থা নিয়েছি। জনমনের আতঙ্ক ঠেকাতে পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা বিভাগ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। তবে মাগুরা জেলায় জাসদ গণবাহিনীর কোনো সংগঠন বা তৎপরতা নেই।