ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
সাবেক মেয়র তাপসকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে ডিবি হারুন ও তার পরিবারকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে দুই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যবিপ্রবিরএডি আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও আর্থিক দুর্নীতির অভিযোগ ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান রাজস্ব পরিদর্শক খায়রুল হাসান নিপু’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি

প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান মৎস্য উপদেষ্টার

দেশের প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদ সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, “প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে-দেশ আর গরীব থাকবে না।”

সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের রেজাল্ট শেয়ারিং এবং ফেজ-আউট ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ইকোফিশ-২ প্রকল্পে সংশ্লিষ্ট কমিউনিটির সদস্য, বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিজ্ঞানীদের মর্যাদা দিতে হবে, তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, “মানুষের খাদ্য ও পুষ্টি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে আমরা খাদ্য ও পুষ্টি বৃদ্ধি করতে চাই। প্রকল্পে নারীদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি করবে।”

ইলিশ মাছের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, “মা ইলিশ রক্ষার সাথে সাথে সংশ্লিষ্ট জেলেদেরও রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞা চলাকালীন (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) জেলেদের কষ্ট না পেতে সরকার আরও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “ইকোফিশ-২ প্রকল্পকে উপকূলের নদী ও সাগরে ইলিশ এবং জীববৈচিত্র্য রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

ইকোফিশ-২ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্য এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন। এই প্রকল্পের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রান্তিক মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামুদ্রিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন পরিচালক রিড জে. অ্যাশলিম্যান। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ওয়ার্ল্ডফিশের প্রোগ্রাম এবং ইমপ্যাক্ট ম্যানেজমেন্টের পরিচালক ড. এ্যান এলিজাবেথ ফ্লেমিং, ইকোফিশ প্রকল্পের চিফ অব পার্টি ড. মোহাম্মদ মোকাররম হোসেন এবং ইকোফিশ-২ প্রকল্পের ফোকাল পার্সন মিস সালমা আক্তারও বক্তব্য দেন।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা

প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান মৎস্য উপদেষ্টার

আপডেট সময় ০৫:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দেশের প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদ সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, “প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে-দেশ আর গরীব থাকবে না।”

সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের রেজাল্ট শেয়ারিং এবং ফেজ-আউট ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ইকোফিশ-২ প্রকল্পে সংশ্লিষ্ট কমিউনিটির সদস্য, বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিজ্ঞানীদের মর্যাদা দিতে হবে, তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, “মানুষের খাদ্য ও পুষ্টি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে আমরা খাদ্য ও পুষ্টি বৃদ্ধি করতে চাই। প্রকল্পে নারীদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি করবে।”

ইলিশ মাছের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, “মা ইলিশ রক্ষার সাথে সাথে সংশ্লিষ্ট জেলেদেরও রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞা চলাকালীন (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) জেলেদের কষ্ট না পেতে সরকার আরও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “ইকোফিশ-২ প্রকল্পকে উপকূলের নদী ও সাগরে ইলিশ এবং জীববৈচিত্র্য রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

ইকোফিশ-২ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্য এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন। এই প্রকল্পের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রান্তিক মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামুদ্রিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন পরিচালক রিড জে. অ্যাশলিম্যান। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ওয়ার্ল্ডফিশের প্রোগ্রাম এবং ইমপ্যাক্ট ম্যানেজমেন্টের পরিচালক ড. এ্যান এলিজাবেথ ফ্লেমিং, ইকোফিশ প্রকল্পের চিফ অব পার্টি ড. মোহাম্মদ মোকাররম হোসেন এবং ইকোফিশ-২ প্রকল্পের ফোকাল পার্সন মিস সালমা আক্তারও বক্তব্য দেন।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।