পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে অশোভনীয় আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১টায় স্থানীয় কুমিরমারা বাজারে বিভিন্ন কর্মসূচি পালন করেন ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় ঘেষা প্রথামিক বিদ্যালয়ের একটি গেট নির্মাণ নিয়ে দু’টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সলা-পরামর্শ করেন। এ সময় স্ব-প্রণোদিত হয়ে স্থানীয় প্রভাবশালী আলমগীর হোসেন আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম হেলালকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। সংবাদ পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার শাহিন ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও গালমন্দ করারা পাশাপশি হামলা করতে উদ্যত হয়।

স্থানীয়রা জানান, আলমগীর হোসেন আক্তারের পরিবার ওই প্রতিষ্ঠানের জমিদাতা। সেই জোরে তার ভাইকে সভাপতি করতে না পারার প্রতিফলন হিসেবে ক্ষুদ্ধ হয়ে আক্তার এ ঘটনা ঘটিয়েছেন।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বাসিন্দা মো. মাহবুব মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার শাহিন, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম হেলাল, সহকারি শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, ১০ শ্রেণীর শিক্ষার্থী বায়জিদ আব্দুল্লাহ প্রমূখ।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে অভিযুক্ত আলমগীর হোসেন আক্তারকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
I’m really inspired along with your writing abilities as well as with the structure in your blog. Is that this a paid subject matter or did you modify it your self? Anyway keep up the nice high quality writing, it is uncommon to peer a great blog like this one nowadays!